বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে এবং করবে এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। এখন নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ। তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে।
উপজেলা নির্বাচনে প্রার্থীদের উপর এমপিদের প্রভাব বাড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বড় কাজ করতে ছোট ছোট বিষয় আছে এর মধ্যে এসে পরবে। কারো ইচ্ছায় নির্বাচন প্রভাবিত হবে এর কোনো কারণ নেই। নির্বাচন কমিশন শক্তিশালী এবার তারা তা প্রমাণ করেছে।
সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কবে থেকে দিবেন এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, খুব শীঘ্রই। এক সপ্তাহের বেশি হবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।