রওশন এরশাদের প্রধান পৃষ্ঠপোষক পদটি আলংকারিক পদ। জি এম কাদেরকে বহিষ্কার করে রওশন এরশাদ যে নিজেই নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন, একে আমলে নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
রোববার (২৮ জানুয়ারি) জাপার বনানী কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় রওশন এরশাদ নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন।
রওশন দাবি করেছেন- তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
মুজিবুল হক চুন্নু বলেন, পার্টির গঠনতন্ত্রে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে এমন কোনো এখতিয়ার দেওয়া হয় নি। তাই রওশনের ঘোষণার কোনো ভিত্তি নেই। এর আগেও এমন ঘটনা ঘটেছে। গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগে জি এম কাদেরকে বহিষ্কার ঘোষণা করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন। এটা নিয়ে ভাবছি না।