ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী ২৭ জানুয়ারি রাজধানীতে শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দিয়েছে। অন্যদিকে একই দিনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতার মুক্তির দাবিতে মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সমাবেশে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য দেবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার দুই সপ্তাহ পর রোববার (২১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ ‘এক দফা’ দাবি আদায়ে এ কালো পতাকা মিছিল করা হবে।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচন ঠেকাতে না পেরে বিএনপি এখন দ্রব্যমূল্যকে ইস্যু হিসেবে দাঁড় করাতে চেষ্টা করছে। খবর আছে ২৭ জানুয়ারি বিএনপি রাজধানীতে জনসমাগম ঘটানোর চেষ্টা করছে। এমন অবস্থায় ওই দিন রাজপথ নিজেদের দখলে রাখাতে পাল্টা সমাবেশ করবে তারা। কারণ আওয়ামী লীগ বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চায়।