জামালপুর-২, প্রচারণার শেষ দিনে নৌকার গণজোয়ার

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2024-01-04 22:26:29

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার সকাল ৮টায়। শেষ দিনে জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদুল হক খানকে নৌকা প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে প্রায় লক্ষাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ও নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। প্রচার মিছিলটি শুরুর আগে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের এমপি প্রার্থী ফরিদুল হক খান।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, যুবলীগের সভাপতি হারুনুর রশিদসহ আরও অনেকেই।

 

এ সম্পর্কিত আরও খবর