চট্টগ্রাম থেকে নৌকার মনোনয়ন পাননি ১১ সাংসদ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-27 09:04:16

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, চট্টগ্রাম বিভাগের ৫৮ আসন থেকে একাদশ সংসদের ১১ জন সদস্য মনোনয়ন পাননি।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে।

তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ এবাদুল করিম বুলবুল, কুমিল্লা-১ মোঃ শুবিদ আলী ভুইয়া, কুমিল্লা-৮ নাছিমুল আলম চৌধুরী, চাঁদপুর-১ মহিউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ নূরুল আমিন রুহুল, নোয়াখালী-৬ বেগম আয়েশা ফেরদাউস, লক্ষীপুর-৪ আব্দুল মান্নান, চট্টগ্রাম-১ মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৪  দিদারুল আলম, চট্টগ্রাম-১২ সামশুল হক চৌধুরী, কক্সবাজার-১ জাফর আলম নতুন করে মনোনয়ন পাননি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ থেকে ২১ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এই চার দিনে মোট তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।

এর আগে, ১৫ নভেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।




এ সম্পর্কিত আরও খবর