লালমনিরহাটে ২টি পুরাতন ও ১ টিতে নতুন মুখ

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-11-26 22:01:44

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। লালমনিরহাটে ৩ টি আসনের মধ্যে দুটি বর্তমান সংসদ সদস্য ও একটিতে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বর্তমান সংসদ সদস্য মোতাহার হোসেন ৭ম বারের মত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বর্তমান সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নরুজ্জামান আহমেদ দলীয় মনোনয়ন পেয়েছেন।

লালমনিরহাট-৩ (সদর) আসনে বিগত দুটি নির্বাচনে জোটগত কারণে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিল না। তবে এবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আওয়ামী লীগ।

এদিকে প্রার্থী ঘোষণার সাথে সাথে জেলার প্রতিটি উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা।

লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, দুই আসনে আগে থেকে আওয়ামী লীগের দখলে আছে। বাকি একটি আসনেও এবার উদ্ধার হবে।

এ সম্পর্কিত আরও খবর