বরিশালের ৬টি আসনে নৌকার মাঝি যারা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-11-26 20:07:12

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বরিশালের ৬টি আসনে নৌকা প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিগত সংসদে জাতীয় পার্টিচ্র দখলে থাকা দুটি আসনে নতুন মুখ দিয়ে ৬টি আসনই আওয়ামী লীগের নৌকা প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে গণভবন থেকে ৩০০ আসনের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি। বরিশালের ৬টি আসনে চূড়ান্তভাবে নৌকার কাণ্ডারি হলেন.....

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সাবেক সংসদ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি শাহে আলমের পরিবর্তে সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি ১০ ও ১১তম সংসদীয় নির্বাচনে আওয়ামী জোটের জাতীয় পার্টির দখলে ছিল। আসন্ন দ্বাদশ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি সর্দার খালেদ হোসেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাবেক ২ বারের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলার প্রাক্তন সভাপতি মহিউদ্দিন আহমেদের কন্যা শাম্মি আক্তারকে মনোনয়ন দিয়েছে।

বরিশাল-৫ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে।

বরিশাল-৬ (বাখেরগঞ্জ) আসনটিও জাতীয় পার্টি জোটের দখলে ছিল। সেখানে এবার আওয়ামী লীগে থাকা দীর্ঘদিন মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিককে প্রথমবারের মত মনোনয়ন দিয়ে এক চমক সৃষ্টি করেছে।

এ সম্পর্কিত আরও খবর