ময়মনসিংহে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

আওয়ামী লীগ, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ময়মনসিংহ | 2023-11-26 19:16:27

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

সারাদেশের ৩০০ আসনের সাথে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তরা হলেন.....

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) জুয়েল আরেং।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) শরীফ আহমেদ।
ময়মনসিংহ-৩ (গৌরিপুর) নিলুফার আঞ্জুম। এই আসনে বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ।
ময়মনসিংহ-৪ (সদর) মোহিত উর রহমান শান্ত। এই আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠ পোষক রওশন এরশাদ।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আবদুল হাই। এই আসনে বর্তমান সংসদ সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) মোসলেম উদ্দিন।

আরো পড়ুন: সিলেটে ৬ টি আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) হাফেজ রুহুল আমীন মাদানি।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আব্দুস সাত্তার। বর্তমানে এই আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির ফখরুল ইমাম এমপি।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল কবীর তুহিন এমপি।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ফাহমি গোলন্দাজ বাবেল, এবং
ময়মনসিংহ-১১ (ভালুকা)কাজিম উদ্দিন আহমেদ ধনু।

আরো পড়ুন: পটুয়াখালীতে সাবেকরাই পেলেন নৌকার মনোনয়ন

এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনেনয়নপত্র জমা দেয়ার তারিখ নির্ধারণ ও আগামী বছর ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর