ঢাকার ২০ আসনের নয়টিতেই আওয়ামী লীগের নতুন মুখ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-26 17:29:56

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকার ২০টি সংসদীয় আসনের নয়টিতেই নতুন মুখ।

রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত তালিকা ঘেটে দেখা যায়, রাজধানী ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে আগের প্রার্থী আছেন ১১টিতে। আর বাকি ৯টি আসনে এসেছে নতুন প্রার্থী।

ঢাকা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। এ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছিলেন মোহাম্মদ লিয়াকত আলী।

ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আসনটির বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন– মিজানুর রহমান, ডা. হাবিবুর রহমান, কামরুল ইসলাম, শাহিন আহমেদ, ইসতিয়াক আহমেদ, আনোয়ার শাহজাহান, আবদুর রহমান।

ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। এছাড়া আসনটি থেকে নৌকার মনোনয়ন ফরম তুলেছিলেন মশিউর রহমান।

ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সানজিদা খানম। এ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন। এ আসনে মনোনয়ন চেয়েছিলেন, গোলাম সারোয়ার খান, সানজিদা খানম, জগলুল কবির, আওলাদ হোসেন, কাজী হাবিবুর রহমান হাবু, দিলীপ কুমার রায়, মিরাজ হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, হারুন অর রশিদ, কে এম শহিদুল্লাহ, শফিকুর রহমান, শফিকুল ইসলাম খান, আসাদুজ্জামান মোল্লা, আকাশ কুমার ভৌমিক, তাজুল ইসলাম, শেখ মো. আজহার ও ওবায়দুর রহমান।

ঢাকা-৫ আসনে মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ। বর্তমান সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। এ আসনটিতে আরও মনোনয়ন চেয়েছিলেন, রফিকুল ইসলাম খান মাসুদ, মাহমুদুল হাসান, কে এনায়েতউল্লাহ, কাজী মনিরুল ইসলাম মনু, মো. মামুন, হেফজল বারি মোহাম্মদ ইকবাল, হারুন অর রশিদ মুন্না, চৌধুরী সাইফুন্নবী সাগর, শফিকুল ইসলাম খান, মো. আতিকুর রহমান, হারুন অর রশিদ, কামরুল হাসান, মশিউর রহমান সজল ও মিজানুর রহমান।

ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন– আবু আহমেদ মন্নাফি, নজিবুল্লাহ হিরু, শহিদ উল্লাহ, হেদায়েতুল ইসলাম, মো. সাইদুর রহমান, হাসনা বেগম, আবুল হোসেন, তানভীর আহমেদ ইমরান, জাকের পারভেজ অপু, সাঈদ খোকন, আসাদুর রহমান খান, চৌধুরী আশিকুর রহমান, এইচ এম রেজাউল করিম, শেখ মো. জাহাঙ্গীর আলম ও সালাউদ্দিন বাদল।

ঢাকা-৭ আসনে মনোনয়ন পেয়েছেন হাজী সেলিমের বড় ছেলে সুলায়মান সেলিম। আসনটির বর্তমান সংসদ সদস্য হাজী মো. সেলিম। আসনটি থেকে মনোনয়ন চেয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়াও আসনটিতে নৌকা চেয়েছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সঙ্গিতা বিশ্বাস, ওমর বিন আব্দুল আজিজ, নাজমুল হক, হাসিবুর রহমান, আখতার হোসেন, গোলাম মোস্তফা, হাজী মো. সেলিম, সোলায়মান সেলিম, ইরফান সেলিম, মাহমুদুল হাসান, মুসফিকুর রহমান ও মিল্টন শিকদার।

ঢাকা-৮ আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আসনটির বর্তমান সংসদ সদস্য ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন।আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশা করে ফরম তুলেছিলেন এম এম মনিরুল ইসলাম, ফয়েজ উদ্দিন মিয়া, ফরিদ উদ্দিন আহমেদ রতন, শিরিন নাঈম, হেফজল বারি মোহাম্মদ ইকবাল, কামাল চৌধুরী, নজরুল ইসলাম, তারিকুল ইসলাম সাঈদ, মোজাফফর হোসেন পল্টু, সাঈদ খোকন, ফরিদা আক্তার, আওলাদ হোসেন, মোল্লা মোহাম্মদ আবু কাওসার, কাজী জাহানারা ইয়াসমিন, শাহ মনজুরুল হক, সৈয়দা রোকসানা ইসলাম চামেলী ও মুখলেসুর রহমান।

ঢাকা-৯ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ আসনে মনোনয়ন চেয়েছিলেন মো. গিয়াস উদ্দিন সরকার পলাশ ও মিজানুর রহমান হোসেন।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফেরদৌস আহমেদ। মনোনয়নপ্রত্যাশী ছিলেন আসরাফুল আলম, সাফিয়া খাতুন, দিল আরা খানম ডলি, রফিকুল ইসলাম বাবলা, শেখ সাইদুর রহমান, ইখলাসুর রহমান, ড্যানি সিডাক, রইচ উদ্দিন আলম মোল্লা, এস এম জাহাঙ্গীর আলম, পারভীন হক শিকদার, সাকিব আল হাসান, শফিউল ইসলাম, কামাল আহমেদ, মোমতাজ উদ্দিন ফকির, এম এম কামরুল আহসান, সেলিনা শাহনাজ ও কাজী মোরশেদ হোসেন কামাল।

ঢাকা-১১ আসনে মনোনয়ন পেয়েছেন কফিল উদ্দিন।আসনটির বর্তমান সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ। মনোনয়ন সংগ্রহ করেছিলেন– মো. শাহজাহান, ইদ্রিস আলী মোল্লা, হেদায়েত উল্লাহ, এ এম জাহাঙ্গীর আলম, বশির আহমেদ, শফিকুল ইসলাম, মাসুম গনি, এ কে এম রহমত উল্লাহ, খন্দকার মমিনুর আলম, জাহাঙ্গীর আলম, কহিনুর আক্তার বিথি, আবু তৌহিদ, জাহানারা বেগম, শামিমা ফয়েজ, শামসুন্নাহার আলম, সাকিবুর রহমান, মফিজুল ইসলাম ও ওয়াকিল উদ্দিন।

ঢাকা-১২ আসনে মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল। মনোনয়ন সংগ্রহ করেছিলেন সাবিনা, আ ক ম জামান উদ্দিন।

ঢাকা-১৩ আসনে মনোনয়ন পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক।আসনটির বর্তমান সংসদ সদস্য সাদেক খান। আরও মনোনয়ন চেয়েছিলেন মো. সোলায়মান, খন্দকার শিমুল বিল্লাহ, নূরে আলম সিদ্দিকী, শেখ বজলুর রহমান, এম এ সাত্তার, লায়লা আক্তার, সাদেক খান ও শিরিন আহমেদ।

ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। বর্তমান সংসদ সদস্য আগা খান মিন্টু। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন– এ কে এম মতিউর রহমান, আবু তাহের, মো. লুৎফর রহমান, কাজী ফরিদুল হক হ্যাপী, আগা খান মিন্টু, মিজানুর রহমান, এ বি এম মাজহারুল আলম, মাকসুদা হক, এ কে এম দেলোয়ার হোসেন, মাইনুল হোসেন খান নিখিল, মো. মহিবুল্লাহ, হায়দার আলী খান, সাবিনা আক্তার তুহিন, এম এন হানিফ, কাজী আশরাফ, রাজিয়া সুলতানা ইতি, সোহরাব হোসেন, দেওয়ান আব্দুল মান্নান, আব্দুর রউফ শিকদার, এখলাস উদ্দিন মোল্লা, মুজিব সারোয়ার মাসুম, খন্দকার শফিউল আজম, সর্দার মোহাম্মদ মান্নান, কাজী আসাদুল কবির ও এম এ সেলিম খান।

ঢাকা-১৫ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। মনোনয়ন চেয়েছিলেন আবুল বাশার, এস এম আবুল কাসেম, সাইফুল্লাহ সাইফুল, হুমায়ূন রশিদ, মেজবাউল হক সাচ্চু।

ঢাকা-১৬ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। আসনটি থেকে এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন– কাজী মোসাররফ হোসেন কাজল, সালাউদ্দিন রবিন, আবদুর রউফ নান্নু, শাহরুখ খান, সালাম হোসেন চৌধুরী, ইসমাইল হোসেন, আশিকুল ইসলাম ও শাহিদা তারেক দিপ্তী। তবে দলীয় সূত্রে জানা গেছে, আসনটিতে প্রার্থী পরিবর্তনের কথা ভাবছে না আওয়ামী লীগ।

ঢাকা-১৭ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। এ আসনে মনোনয়ন চেয়েছিলেন প্রদীপ আলেক সিরাস ডি কস্তা, হেফজল বারি মোহাম্মদ ইকবাল, আব্দুল কাদের খান, সৈয়দ তানভীর ইমাম, শামসুদ্দোহা খন্দকার, ওয়াকিল উদ্দিন, এ কে এম জসিম উদ্দিন, আরাফাত আশওয়াদ ইসলাম, সিদ্দিকুর রহমান, আবু সাঈদ, মো. আরফাতুল রহমান ও নূরজাহান বেগম।

ঢাকা-১৮ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিব হাসান। নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন– রৌশান হোসেন পাঠান, আবেদ মনসুর, নির্মল ডি কস্তা, আনিছুর রহমান, সাইফুল ইসলাম, আফসার উদ্দিন খান, বশির উদ্দিন, আব্দুল বাতেন, জাহিদুল ইসলাম মোল্লা, খসরু চৌধুরী, হেফজল বারি মোহাম্মদ ইকবাল, রোকেয়া বেগম, শেখ মামুনুল হক, এম এম তোফাজ্জল হোসেন, নাজিমউদ্দিন, মনোয়ার ইসলাম চৌধুরী, মালেকা পারভীন, বর্ষান ইসলাম, মতিউর রহমান, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াদুদ, সরদার ফয়সাল আহমেদ, এ কে এম মাসুদুজ্জামান, কামাল উদ্দিন, নাজমা আক্তার, মাহবুবুর রহমান হিরণ, নাজমা আক্তার ও হাবিব হাসান।

ঢাকা-১৯ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডা. এনামুর রহমান। মনোনয়ন চেয়েছিলেন– মঞ্জুরুল ইসলাম রাজীব, টি এম তাহমিদ জং, আবু আহমেদ নাসিম পাভেল, তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মোরাদ, মুহাম্মদ সাইফুল ইসলাম, ডা. এনামুর রহমান, ইলোরা খান মজলিস ও ফারুক হাসান তুহিন।

ঢাকা-২০ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বেনজির আহমেদ। নৌকা চেয়েছেন মোখলেস-উজ-জামান, আব্দুল কাদের মোল্লা, আব্দুল আলিম খান, মোহাদ্দিস হোসেন, এম এ মালেক, বেনজির আহমেদ, গোলাম কবির, আহমেদ আল জামান, এনামুর হক, সোহানা জেসমিন, মীর কামরুন্নাহার, সুধীর চৌধুরী, মিজানুর রহমান মিজান, চৌধুরী আলী আহমেদ ও মনোয়ার হোসেন।

এ সম্পর্কিত আরও খবর