আওয়ামী লীগের এক মনোনয়ন ফরমে বেড়েছে ২০ হাজার টাকা

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-05 22:34:06

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের সংসদীয় আসনে মনোনয়ন ফরমের দাম বাড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গত নির্বাচনে যে ফরমের মূল্যে ছিল ৩০ হাজার টাকা তা এবার বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। অর্থাৎ এক মনোনয়ন ফরমের দাম বেড়েছে ২০ হাজার টাকা।  

রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত বিফ্রিংয়ে দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, আমাদের আটটি বিভাগ, আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে। আমাদের যারা মনোনয়ন ফরম সংগ্রহ করবে তাদেরকে ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে।

কবে থেকে ফরম বিতরণ শুরু হবে সেই প্রশ্নে তিনি বলেন, এটা আমরা জানাব। ইতোমধ্যেই আমরা প্রস্তুতি শুরু করেছি।

অফলাইনের পাশাপাশি এবার অনলাইনেও মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ থাকছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি হয় ২৫ হাজার টাকায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল ৩০ হাজার টাকা।

এছাড়া বর্তমানে জেলা পরিষদ চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়র পদের জন্য নির্বাচনে আগ্রহী প্রার্থীদের ক্ষেত্রে ২৫ হাজার, পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান পদে ২০ হাজার এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে ৫ হাজার টাকা মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা রয়েছে। 

 

এ সম্পর্কিত আরও খবর