বিএনপি-জামাতের ডাকা অবরোধকে সমর্থন করে বিক্ষোভ মিছিল করেছে গণধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) গণঅধিকার পরিষদ এই বিক্ষোভ মিছিল করেছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সরকার আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে। মিরপুর ও গাজীপুরে শ্রমিকদেরকে হত্যা করেছে। এ সরকারের অধীনে শ্রমিক, আলেম-ওলামা রাজবন্দী, কেউই নিরাপদ নয়।
পুলিশকে উদ্দেশ্য করে নুর বলেন, আপনারা অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করবেন না। কোনো প্রকার মিথ্যা মামলা দিবেন না। গণধিকার পরিষদের নেতা উজ্জলকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশে করে নূর বলেন, আপনি যদি পদত্যাগ না করেন তাহলে জনগণ গণভবন দখল করে আপনাকে নামাবে।
এসময় গণঅধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।