বিএনপি ও তার সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল করে দলটি।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, সারাদেশে আতঙ্ক সৃষ্টি করার জন্য ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা শোডাউন দিচ্ছে, আমরা এই পরিবেশের মাঝেও জীবন বাজি রেখে রাজপথে নেমেছি। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নুর বলেন, আপনি যদি শান্তি চান তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ দিয়ে এই জনগণকে ঠেকাতে পারবেন না।
জনগণকে উদ্দেশ্য করে নুর বলেন, আপনারা এই শান্তিপূর্ণ হরতালে রাজপথে নামুন, মনে রাখতে হবে এই লড়াই আমাদের স্বাধীনতা- সার্বভৌমত্ব টিকিয়ে রাখার লড়াই। আমরা যদি হেরে যাই তাহলে বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হবে। তাই আপনাদের বলবো পরবর্তীতে যেকোন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে হরতাল সফল করছে। আজকে বাস ট্রাকসহ পাবলিক যানবাহন চালানো বন্ধ রেখেছে শ্রমিক সমাজ। আমরাও শান্তিপূর্ণ হরতালের সমর্থনে রাজপথ আছি।