আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সমাবেশ সফল করতে ডিএমপি কমিশনারের কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে দলটি।
সোমবার (২৩ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা শেষে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়।
সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সরকারের পদত্যাগ এবং তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এ সমাবেশ করবে জামায়াত।