খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নারী আইনজীবীদের কর্মসূচি

বিএনপি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-10-17 20:40:27

দুই মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী নারী আইনজীবীরা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্টের সামনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নারী আইনজীবীরা ওই অবস্থান কর্মসূচীতে অংশ নেন।

সুপ্রিম কোর্ট বারের আইনজীবী, বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নীর সভাপতিত্বে ও সাবেক ট্রেজারার নাসরিন আক্তারের সঞ্চালনায় ওই কর্মসূচীতে শতাধিক নারী আইনজীবী হাতে কালো পতাকা নিয়ে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। চিকিৎসকরা বলে দিয়েছেন- দেশে আর তার চিকিৎসা করা সম্ভব না। এরপরও বিদেশ না পাঠিয়ে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার যদি কিছু হয়, দেশের মানুষ রাজপথে নেমে আসবে, সেজন্য প্রধানমন্ত্রী দায়ী থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর