গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তার দল জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। রাজপথে গণতন্ত্র পুনুরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে সরকার পতনের এক দফা দাবিতে গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল অনুষ্ঠানে নুর এসব কথা বলেন। বিজয়নগর মোড় থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সমাবেশে নুর বলেন, ফ্যাসিবাদের দিন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ। সারাদেশে বিরোধী মতের অধিকারীদেরকে পুরানো মামলায় গ্রেফতার করা হচ্ছে। প্রশাসনের গুটি কয়েকজন প্রজাতন্ত্রের সেবা করার জন্য চাকরিতে ঢুকে নাই। চাটুকারিতা ও বাকশাল কায়েম করার জন্য ওরা প্রশাসনে ঢুকেছে।
নুর আরও বলেন, সরকার খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে। তারেক রহমানের বক্তব্য প্রচার করত দিচ্ছে না। ডিজিটাল নিরাপত্তা আইন দ্বারা গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিভিন্ন সংস্থা দিয়ে জরিপ করিয়ে দেখেছেন সুষ্ঠু ভোট হলে আপনাদের করুণ পরাজয় হবে। যে পাপ করেছেন, অপকর্ম করেছেন জনগণ আপনাদের ধোলাই দিবে। এ দেশে থাকতে দিবে না।