কয়েক দিন বিরতির পর ফের রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও বিএনপি। সরকার পতনের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিরোধী দল বিএনপি ও তার মিত্ররা।
অন্যদিকে, বিএনপির কর্মসূচি ঘিরে সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস ঠেকাতে মহানগরীতে ‘সতর্ক অবস্থানে’ থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ‘শান্তি সমাবেশ’ করবে। এ পরিস্থিতিতে আবারও কিছুটা উত্তপ্ত হয়ে উঠছে রাজপথ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু হবে বাড্ডা সুবাস্তু টাওয়ার থেকে। রামুপুরা হয়ে এটি শেষ হবে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের কাছে।
এদিন পৃথক পৃথক জায়গায় সমমনা দলগুলো এই কর্মসূচি পালন করবে। বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মিছিল করবে গণতন্ত্র মঞ্চ, বিকাল ৩টায় সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পূর্ব পান্থপথস্থ এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপি’র প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিকাল ৪টায় একদফা দাবিতে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২ দলীয় জোট, বিকাল ৩টায় পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে একদফা দাবিতে গণমিছিল করবে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে সভাপতিত্ব করবেন জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।
বিকাল ৩টায় মতিঝিলে গণমিছিল করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি, সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ লেবার পার্টি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। সকাল ১১টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে ‘অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নের দাবিতে’ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা।
এ ছাড়া সন্ধ্যা ৭টায় রাজধানীর মালিবাগ মোড়ে গণমিছিল এবং বিক্ষোভ করবে এনডিএম, সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন ও একদফা দাবিতে বিক্ষোভ মিছিল করবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট, বিকাল ৩টায় পুরানা পল্টন কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণঅধিকার পরিষদের একাংশ (নুরুল হক নুর) গণমিছিল করবে এবং আরেক অংশ (ড. রেজা কিবরিয়া) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গণমিছিল বের করবে।
অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে সকাল থেকেই সতর্ক অবস্থান কর্মসূচি পালিত হবে ঢাকা মহানগরীতে। মহানগরীর দুই অংশের সব থানা, ওয়ার্ড ও ইউনিটে অবস্থিত দলীয় কার্যালয়গুলোর সামনে সতর্ক অবস্থানে থাকবেন নেতাকর্মীরা।
এছাড়া বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে বিকেল ৪টায় রাজধানীর উত্তরার আজমপুর আমির কমপ্লেক্সের সামনে ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু এমপিসহ জাতীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
রাজধানীতে ফের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে ।