দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপিপন্থী আইনজীবীরা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 23:20:00

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপিপন্থী আইনজীবীরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১টায় সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতা ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

দুদকের করা মামলায় বুধবার তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে তিন বছরের সাজা দেন ঢাকার একটি আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্ঞাত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক।

মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে তারেক রহমানের শাশুড়িকে মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর