‘গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 13:23:45

আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি-জামায়াত জোট ধর্মীয় উন্মাদনা সৃষ্টি ও ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। অতীতে বিএনপি খুন ও সন্ত্রাস করে ক্ষমতায় এসেছে এবং খুন করেই ক্ষমতায় থেকেছে।

তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য গনতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্ত্বরে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, ক্ষমতায় আসতে হলে দেশের জনগণের কাছে গিয়ে ভোট চান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আপনারা অংশ না নেন তাহলে রাজনৈতিক দল হিসেবে আপনাদের মৃত্যু হবে। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। তা না করে যদি জনগণের জান-মালের নিরাপত্তায় যদি আপনারা ব্যাঘাত ঘটান তার দাঁতভাঙা জবাব আপনারা রাজপথেই পাবেন। মনে রাখবেন মানুষের পাশে আছে শেখ হাসিনা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন, উন্নত বাংলাদেশ গড়ছেন। আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। শেখ হাসিনার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র যুবলীগের নেতা-কর্মীরা প্রতিহত করতে সক্ষম।

তিনি আরও বলেন, গুম-খুনের রাজনীতি শুরু করে জিয়া। সে ক্ষমতায় এসে বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করে। বিভিন্ন সময়ে ক্ষমতায় টিকে থাকতে অনেককে হত্যা করে। পাকিস্তানি ভাবধারায় তারা চলে। জিয়ার গুম-খুনের রাজনীতি খালেদা জিয়াও চালিয়ে যান। ২০০১ সালে বিএনপি সরকারে এসে আওয়ামী লীগের ২৫ হাজার নেতা-কর্মীকে হত্যা করে। অসংখ্য বাড়িঘর পুড়িয়ে দেয় ও ভাঙচুর করে।

শেখ পরশ যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে এদেশের মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান যুবলীগ নেতা-কর্মীদের।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, কার ইঙ্গিতে, কার প্ররোচণায় চট্টগ্রামে তারা এমন কাজ করেছে তা আজ স্পষ্ট। তারেকের প্রত্যক্ষ মদদে নেশাখোর, জুয়াখোরেরা এমন কাজ করেছে। দেশকে আপনারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চান।

তিনি বলেন, তারুণ্যেও কথা বলছেন, সত্যিকারের তরুণ যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ। তার ডাকে যুবলীগের হাজার হাজার তরুণ মাঠে নেমে আসবে। আমাদের দল আওয়ামী লীগের জন্ম রাজপথে। মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে করতেই আমাদের জন্ম। পালিয়ে যাবেন আপনারা। আজকে নতুন প্রজন্ম জাগ্রত, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বলে এখন মানুষকে বোকা বানাতে পারবে না।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর