যুগপৎ আন্দোলনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিএনপি

বিএনপি, রাজনীতি

মহিউদ্দিন আহমেদ, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা২৪.কম | 2023-09-01 14:37:30

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘ দেড় মাসেরও বেশী সময় ধরে সারাদেশে বিএনপি নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছে। এই সময়ের মধ্যে দলটির ৪জন নেতাকর্মী নিহত হয়েছেন। আহতদের সংখ্যা ছাড়িয়েছে প্রায় সাড়ে ৩ হাজারের উপরে। গ্রেফতার হয়েছেন প্রায় সাড়ে ৩ শতাধিক আর মামলা হয়েছে ৭২টি। সেই মামলায় নামসহ অজ্ঞাতনামা আসামির সংখ্যা ২৫ হাজারের উপরে। তার ওপর বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা তো আছেই।

পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময় এসে বিএনপি অনুভব করছে এখন বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের বিশ্রাম দেয়া উচিত। ইত্যবসরে দলটি সরকারকে পদত্যাগে বাধ্য করতে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে বিভিন্ন বিরোধী দল ও প্ল্যাটফর্মের সাথে যুগপৎ বা একযোগে আন্দোলন চালানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। ইতিমধ্যে তারা নয় দফা দাবির একটি খসড়াও চূড়ান্ত করেছে ফেলেছে।

খসড়া অনুযায়ী,তাদের প্রথম দাবিটিই হচ্ছে বর্তমান সরকারকে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিদ্যমান সংসদ ভেঙে দেওয়া; নির্বাচন কমিশন পুনর্গঠন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা; ডিজিটাল নিরাপত্তা আইন, বিশেষ ক্ষমতা আইন এবং অন্যান্য সমস্ত কালো আইন বাতিল; এবং রাজনৈতিক নেতা, আলেম ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা "মিথ্যা" মামলা প্রত্যাহার করা। যারা জোরপূর্বক গুমের শিকার হয়েছেন তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া; দায়ীদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা। যারা বিদেশে অর্থ পাচার করেছে তাদের খুঁজে বের করতে একটি কমিশন গঠনের দাবিও আছে খসড়ায়।

সোমবার (১৯ সেপ্টম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, আমরা আমাদের দাবির খসড়া চূড়ান্ত করেছি যার মাধ্যমে আমরা যুগপৎ আন্দোলনের দিকে এগিয়ে যাবো। আমরা বিরোধী রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আরও আলোচনা করে যুগপৎ আন্দোলনের রুপরেখা ও কৌশল চূড়ান্ত করব।

আগামীতে যে আন্দোলনই হবে সেটা নয় দফা দাবির ভিত্তিতেই হবে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। সেই লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপ শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। বিএনপি ইতোমধ্যে ৩৫টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা করেছে। সেসব সংলাপে প্রায় সব দলই একযোগে আন্দোলনে সম্মতি জানিয়েছে। এখন একই বিষয় নিয়ে বাকী দলগুলোর সাথে আলোচনা শুরু করবে বিএনপি।

১৩ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘একযোগে’ আন্দোলনের রূপরেখা খুব শীঘ্রই প্রকাশ করা হবে। আমরা একটি বৃহত্তর ঐক্য গড়তে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কাজ করছি এবং আমরা সেই আলোকে কৌশল চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছি।

এ সম্পর্কিত আরও খবর