জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল চলছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের কিছু সংখ্যক নেতাকর্মী ভোর থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। তারা শাহবাগ এলাকায় মিছিলও করেছেন।
এসময় তারা রাস্তা বন্ধ করার চেষ্টা করলেও পুলিশের সহায়তা যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নির্দিষ্ট লেনে গাড়ি চলাচল করায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে, যে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শাহবাগ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।