নির্বাচন নিয়ে যে অনাস্থা সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে সেটা দূর করে নতুন কমিশন একটা কার্যকর নির্বাচন উপহার দিবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) নতুন ইসি নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এই আশা প্রকাশ করেন।
বার্তা২৪.কম-কে রাশেদ খান মেনন বলেন, নতুন নির্বাচন কমিশনার যখন নির্বাচন পরিচালনা করবেন, তখন স্বাভাবিকভাবে মানুষ আশা করবে একটা সুষ্ঠু নির্বাচনের। আমরাও আশা করবো যে একটা স্বাধীন কার্যকরী নির্বাচন কমিশন হবে। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সেখানে তিনি প্রমাণ করবেন।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি। ফলে কারও পক্ষে কাউকে মেনে নেওয়া না নেওয়া ব্যাপার না।
উল্লেখ্য, দেশের ১৩তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। শনিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অপর চার নির্বাচন কমিশনার হলেন- বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান।