নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন এলডিপির সভাপতি (অব.) ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম।
বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
কর্নেল অলি আহমদ বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ মানে চা চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। এই সংলাপে যাওয়া অর্থহীন।
তিনি বলেন, রাষ্ট্রপতি ভালো মানুষ। তাঁর কোনো ক্ষমতা নাই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। ডেপুটি স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন।
সাবেক এই মন্ত্রী বলেন, চা খেতে এবং জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাব না।
বর্তমান এই সংকটের জন্য নিজেরও দায় আছে জানিয়ে তিনি বলেন, আজকে এই সংকটের পেছনে আমিও দায়ী। এজন্য জনগণের কাছে ক্ষমা চাই। ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিলে। তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম।
এ সময় এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।