বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করবে কামরুল হাসান নাসিম

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 13:59:06

নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী ১৭ নভেম্বর সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা কামরুল হাসান নাসিম।

সোমবার (৫ নভেম্বর) ‘আমাদের নেতা ও নেতৃত্ব এবং ঘুরে দাঁড়ানো প্রজন্ম ঢাকা’র উদ্যোগে রাজধানীর একটি হোটেলে একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন।

কামরুল হাসান নাসিম বলেন, ৩০০ সংসদীয় আসনের বিপরীতে ৩২০ প্রার্থী নিয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করব। তবে এতে যদি কোনো রক্তপাত ঘটার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে।’

অনুষ্ঠানের শুরুতে তিনি বলেন, ‘একজন বঙ্গবন্ধু থাকলে দেশ আজ সত্যি সোনার বাংলা হতো। সেটা বিদেশি অপশক্তিরা বুঝতে পেরে তাঁকে খুন করার পরিকল্পনা করে। তবে শেখ হাসিনা মন্দের ভালো সরকার, তিনি অ্যানালগ এদেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করছেন। বিএনপিতেও একজন শেখ হাসিনা থাকা দরকার।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একজন দেশ প্রেমিক স্বৈরাচার। পৃথিবীতে বহু দেশের রাষ্ট্রনায়ক এ রকম স্বৈরাচার ছিলেন। যাদের বদৌলতে সেই সব দেশ উন্নতি করেছে, বাংলাদেশও করছে।’

বিএনপি’র কঠিন দিন আসছে উল্লেখ্য করে নাসিম বলেন, আমি মনে করি, তারেক রহমান বিএনপি'র জন্য বিপদজনক। সে তার মাকেও মেরে ফেলতে পারে। আর সেই দোষ শেখ হাসিনার উপরে চাপিয়ে সরকারকে বিপদে ফেলতে পারে।’

ঐক্যফ্রন্টের নেতা ড. কামালের সমালোচনা করে তিনি বলেন, ‘ড. কামাল বলেন, এ দেশের মালিক জনগণ কিন্তু তিনি ভুল বলেন। তখনই দেশের মালিক জনগণ হবে, যেদিন এদেশের জনগণ শিক্ষিত হবে। দেশে ১৮ কোটি মানুষ থাকতে পারে কিন্ত জনগণ পাঁচ হাজার। যারা দেশ ও গণতন্ত্র ধারণ করতে পারে।’

সংলাপের বিষয়ে নাসিম বলেন, ‘সরকারের উচিত ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ না করা। বিএনপি সংলাপের নামে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে। সংলাপ থেকে যদি কোনো অমীমাংসিত সিদ্ধান্ত আসে, তাহলে তারা সহিংস আন্দোলন করার সুযোগ পাবে।’

এ সম্পর্কিত আরও খবর