সংলাপ ফলপ্রসূ হবে না: এরশাদ

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 04:51:48

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘সংবিধান মতে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলো মানা সম্ভব নয়। এতোগুলো লোক নিয়ে কখনোই সংলাপ সফল হয় না। এই সংলাপ ফলপ্রসূ হবে না।’

বৃহস্পতিবার (১ নভেম্বর) ঢাকা থেকে রংপুরের উদ্দেশে সকাল সাড়ে ১০টায় নভো এয়ারের একটি বিমানে করে সৈয়দপুর পৌঁছান তিনি। এরপর তিনি সেখান থেকে গাড়ি বহরে করে সরাসরি রংপুর পর্যটন মোটেলে আসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন এরশাদ।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘নেতৃত্বহীন বিএনপির অবস্থা এখন খুবই খারাপ। সাত দফা আদায় না হলে শেষ পর্যন্ত বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার সম্ভাবনাই বেশি।’

জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আছে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমরা নির্বাচন করব। প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্রস্তুতিও আছে।’

এ সময় তিনি জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে বলেন, ‘আমরা শুরু থেকে ইভিএম ব্যবহারের পক্ষে ছিলাম না। এটার ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষ এখনো তেমনভাবে কিছুই জানেন না।’

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির সুন্দরগঞ্জের এমপি ব্যারিস্টার শামীম হায়দার, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি প্রমুখ।

এদিকে বিকেল সাড়ে ৩টায় চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীরহাটে এক পথসভায় বক্তব্য দেবেন হুসেইন মুহম্মদ এরশাদ। সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টি রংপুর কার্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দেবেন।

এ সম্পর্কিত আরও খবর