রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 00:11:39

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এমপির সঙ্গে ফোনালাপে তিনি এ অভিমত ব্যক্ত করেছেন।

জাতীয় পার্টির প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, জিএম কাদেরের নেতৃত্বে দল সঠিকভাবে চলছে বলেও মনে করেন রওশন। সেই সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে তার সাফল্য কামনা করেছেন । জাতীয় পার্টি বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অপরদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ফোন করে বলেছেন, বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে আমি কোন কিছুর সাথে সম্পৃক্ত নই।

বুধবার দুপুরে এরশাদের মৃত্যুবার্ষিকীর আয়োজনে সাদ এরশাদের উপস্থিতে রওশন এরশাদকে পার্টির আজীবন চেয়ারম্যান, মা বিদিশাকে কো চেয়ারম্যান ও সৎ ভাই সাদ এরশাদকে কো চেয়ারম্যান ঘোষণা করে জাপার কমিটি ঘোষণা করেন এরিক এরশাদ।

জাপার প্রেস সেক্রেটারির বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় বিদিশা সিদ্দিক বলেছেন, বিভ্রান্ত ছড়াচ্ছে কিছু লোক। ম্যাডামের (রওশন এরশাদ) প্যাডে কি আসে সেই অপেক্ষা করাটা ভালো হবে। টেলিফোনে কি কথা হয়েছে কেউ জানে না।

এ সম্পর্কিত আরও খবর