হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ-সম্পাদক ও ঢাকা মহানগরী কমিটির সহ-সভাপতি মুফতি ইলিয়াস হামিদিকে আটক করেছে র্যাব।
সোমবার মুফতি ইলিয়াসের ব্যক্তিগত সহকারী মাওলানা মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে র্যাব থেকে এখনও এই ব্যাপারে কিছু জানানো হয়নি।
মাহমুদ জানান, কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের মদনপুর থেকে তাকে আটক করা হয়েছে।
তিনি জানান, রোববার নেতৃবৃন্দের জরুরি বৈঠক শেষে হাটহাজারী মাদ্রাসা থেকে ঢাকা ফেরার পথে রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের মদনপুরে র্যাবের একটি দল সাদা পোশাকে মুফতী ইলিয়াসের ভাড়া করা গাড়ির গতিরোধ করে। এরপর তাকে গ্রেফতার করে নিয়ে যায়।