বৃহস্পতিবার জনসভা করবে বিএনপি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 04:23:01

 

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে জনসভা করবে বিএনপি।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, যেখানে অনুমতি দেয়া হবে।

রিজভী আরও বলেন, সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি না পেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি সফল করা হবে। এজন্য ডিএমপি বরাবর চিঠি দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক আব্দুস সালাম প্রমুখ। 

এ সম্পর্কিত আরও খবর