দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ অবগত আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কথা হয়েছে, তারা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন।
সম্প্রতি জাতিসংঘ সফরে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন।
এসময় তিনি জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গিয়েছিলেন বলেও দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, 'এটা পরিষ্কার যে, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি জাতিসংঘে গিয়েছিলাম। যেহেতু কফি আনানের শেষকৃত্য অনুষ্ঠান ছিল, তাই উনি (জাতিসংঘের মহাসচিব) চলে গিয়েছিলেন। আমরা জাতিসংঘের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন সহকারি মহাসচিব(মিরোস্লাভ জেনকা) তার সঙ্গে কথা বলেছি।'