ফরিদপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ ৩ নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে শহরের রাজেন্দ্র কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওয়ালিদ বিন মুরসালিন তুলিপ ও বোয়ালমারীর চাঁদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন।
জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু জানান, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া, তার স্ত্রী সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী ইয়াসমিন আরা হক ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ঢাকার উত্তরা থানায় বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রতিবাদে জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা পরিষদ এলাকা থেকে বের হয়ে মিছিলটি আদালত চত্বরে সমাবেশ করে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ প্রমুখ।
অনু জানান, বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসসহ অপর দুইজনকে আটক করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (অপারেশন) বিপুল কুমার দে আটকের বিষয়টি নিশ্চিত করেন।