বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর এলাকায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি বের হয়।
ঝটিকা মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেয়।
বিভিন্ন ইস্যুতে এভাবে মাঝে-মধ্যেই ঝটিকা মিছিল করে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতদিন তিনি সকালে মিছিল করলেও বিকেলে এটাই তার নেতৃত্বে প্রথম ঝটিকা মিছিল।