কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নগরীর নাসিমন ভবনের সামনের দলের কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে দুপুর ১২ টা পর্যন্ত।
সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি ড. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু বক্করসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
এসময় বক্তারা দাবি করেন, সরকার নিজেদের অপরাধ ঢাকতে বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। কিন্তু তাকে আটকে রেখে ৫ জানুয়ারীর মত প্রহসনের নির্বাচন আর করতে দেওয়া হবে না। একই সঙ্গে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে হুঁশিয়ারী দেওয়া হয় সমাবেশ থেকে।