জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্কে ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-14 12:54:01

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের বিশেষ আমন্ত্রণে নিউইয়র্ক গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত ১ টার ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

বুধবার (১২ সেপ্টেম্বর) বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিবের সফরসঙ্গী রয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল।

এর আগে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসে। সেসময় বিএনপি অনেক চেষ্টা করেও এন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নি।

সবশেষ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে নির্বাচন ও রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়।  গতকাল সাড়া পেয়ে তিনি নিউইয়র্ক গেছেন।

 

 

এ সম্পর্কিত আরও খবর