বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচির অনুমতি পেয়েছে বিএনপি।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে পূর্ব ঘোষিত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুমতির বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সম্প্রতি ডিএমপি কমিশনারের কাছে লিখিত অনুমতিপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে আসে। অবশেষে সন্ধ্যায় অনুমতি পেয়েছে দলটি।
এর আগে একই দাবিতে সোমবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।