বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছলচাতুরি ও কালক্ষেপণ হচ্ছে জানিয়ে দলের পক্ষ থেকে কাল বিলম্ব না করে খালেদা জিয়াকে বেসরকারি বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার জোর দাবি জানান তিনি।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ দাবি জানান।
রিজভী বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। দেখা করার দুদিন পার হয়ে গেলেও খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কোন কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও এখনও পর্যন্ত তাঁর সুচিকিৎসার কোন ব্যবস্থা নেয়নি সরকার। তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন, দ্রুত জিয়ার চিকিৎসা না দেয়া হলে তাঁর বাম পা ও হাত অবশ হয়ে যেতে পারে।