খালেদা জিয়াকে মক্ত না করে ঘরে ফিরবে না চট্টগ্রাম বিএনপি।চট্টগ্রাম থেকে খালেদা জিয়াকে মুক্ত করার কঠিন কর্মসূচী ঘোষণার জন্য বদ্ধপরিকর বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাজির দেউরি বিএনপির চট্টগ্রামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
নেতাকর্মীরা জানায়, ‘নেত্রীকে মুক্ত না করে কেউ ঘরে ফিরবে না। আগামী কয়েকদিনের মধ্যে স্বেচ্ছায় কারাবরণের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা আবু সুফিয়ান, কেন্দ্রীয় নেতা এম নাজিম উদ্দিন, শামসুল আলম, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী,কামরুল ইসলাম, ইদ্রিস আলী প্রমুখ।