খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন।
তিনি অভিযোগ করে বলেন, সরকার সারাদেশে গণ গ্রেপ্তার চালিয়ে বিএনপি ও ২০ দলকে একাদশ সংসদ নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে।