স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে বিএনপি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 01:25:09

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

রোববার (৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় সচিবালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন।

শনিবার (৮ সেপ্টেম্বর) মধ‍্যরাতে বৈঠকের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে লিখিতভাবে সাক্ষাতের অনুমতি চেয়েছিল দলটি। তার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছে বিএনপি।

এ সম্পর্কিত আরও খবর