আগাম মামলা তৈরি করে রাখা হচ্ছে: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 12:25:50

 

সারাদেশে আগাম মামলা তৈরি করে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আজকে বাংলাদেশ একটা ভয়ংকর কারাগারে পরিণত হয়েছে। প্রতিটি গ্রামে এখন মামলা দেয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে আগাম মামলা দিয়ে রাখছে , মামলা তৈরি করে রাখছে। ঢাকা শহরের সমস্ত থানায় প্রতিটি ওয়ার্ডে আগাম মামলা দেয়া হয়েছে। কারণ, যখনি নির্বাচন শুরু হবে, তখনি এই মামলায় নেতাকর্মীদের আটক করবে।

শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, নির্বাচনে আসেন এতো ভয় কেনো? সমস্ত রাস্তা গুলো বন্ধ করে দিচ্ছেন কেনো? নির্বাচনের জন্য কোনো স্পেস রাখছেন না। জনসভা করতে দিচ্ছেন না। লিখতে দিচ্ছেন না।

তিনি বলেন, আওয়ামী লীগ প্রচণ্ড ভয় পেয়েছে। এতো বেশি ভয় পেয়ে গেছে সামনে নির্বাচনের পরাজয় ঠেকাতে সব অন‍্যায় অগণতান্ত্রিক ব‍্যবস্থা গ্রহণ করছে। টিকে থাকতে সবকিছু তছনছ করে দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ। তিনি আপোষ করছেন না। তাকে জোর করে আদালতে নিয়ে আসা হয়েছে। তিনি আমাদেরকে বলেছেন, 'তোমরা আন্দোলন থামাবে না। গণতন্ত্রের জন্য আন্দোলন চালিয়ে যাবে।'

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে মির্জা ফখরুল বলেন, ইদানিং ভারতের পত্রিকা গুলোর সুর একেবারেই ভিন্ন রকম। 'পিনাক রঞ্জন চক্রবর্তী ভারতীয় গণমাধ্যমে লিখেছেন, যদি বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের লজ্জাজনক পরাজয় ঘটবে।'

জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের উপর একটি দায়িত্ব এসে পড়েছে। আমাদের আন্দোলন খালেদা জিয়াকে মুক্ত করা নয়। সমগ্র জাতিকে রক্ষা করা জরুরি হয়ে পড়েছে।

জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, আহসান হাবীব লিংকন, নওয়াব আলী আব্বাস প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর