বেগম জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাবে না বিএনপি

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 10:20:31

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বেগম জিয়াকে জেলে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। খালেদা জিয়াকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনে যাবো। আগামী নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। ২০১৪ সালের ৫ জানুয়ারীর মতো নির্বাচন করলে সেটা জনগণ মেনে নিবে না। ইভিএম পদ্ধতিতে নির্বাচন করতে দেওয়া হবে না। এই পদ্ধতির মাধ্যমে ভোট কারচুপি ষড়যন্ত্র করা হচ্ছে।

শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যগে বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী'র প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি ডা, শাহদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির, খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুল হক, কেন্দ্রী সাংগটনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর, জালাল উদ্দিন প্রমুখ।

এদিকে বিএনপির চট্টগ্রামের কার্যালয়ের সামনে বিপুল পরিমান পুলিশের পাহারায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উৎযাপন হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা কর্মীরা ছিল গ্রেফতার আতংকে।

এবিষয়ে আবদুল্লাহ আল নোমান বলেন, আমরা লালদিঘী মাঠে অনুষ্ঠান করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ কমিশনার অনুমতি দেয়নি।

এ সম্পর্কিত আরও খবর