শাহজালাল বিমানবন্দরে নির্মাণ হবে তৃতীয় টার্মিনাল

, সংসদ

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-24 22:05:20

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের বদনাম ঘোচাতে যাচ্ছে সরকার। আগামী ৩ থেকে সাড়ে ৩ বছরের মধ্যে এই বিমানবন্দরে ২৬টি বেল্ট সুবিধা নিয়ে তৃতীয় টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

এরইমধ্যে তৃতীয় টার্মিনালের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, '১৩ হাজার ৬১০ কোটি টাকার এই প্রকল্পের টেন্ডার এই মাসেই ওপেন করা হবে। এই প্রকল্প চালু হলে সমস্ত মালামাল অটোমেশন পদ্ধতিতে চলে আসবে।'

রোববার (০৩ মার্চ) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দায়িত্বপ্রাপ্ত নিজ মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, 'ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল টেন্ডার প্রক্রিয়ায় আছে। আমারা এই মাসের মধ্যে টেন্ডার ওপেন করব। ১৩ হাজার ৬১০ কোটি টাকার প্রকল্পে সেখানে ২৬টি লাগেজ বেল্ট থাকবে এবং বডিং ২৬ বোড থাকবে, সেখানে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে সকল মালামাল আসবে। আগামী ৩ বছর, সাড়ে ৩ বছরের মধ্যে প্রকল্প সম্পূর্ণরূপে শেষ হলে উন্নত মানের বিমানবন্দরের সেবা দেখবে পাবে দেশবাসী।'

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রসঙ্গ টেনে বলেন, 'বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য স্থান নির্বাচনের কাছাকাছি পর্যায়ে চলে এসেছি। সেখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের আঞ্চলিক হাব তৈরি করার ব্যাপারে এই আন্তর্জাতিক বিমানবন্দর ভূমিকা রাখবে। দায়িত্ব গ্রহণের পর নিজে বিমানবন্দরে থেকে কারগো থেকে লাগেজ নামানোসহ নিজে বেল্টে লাগেজ উঠানো নামানো বিষয়ে সর্বদা সচেষ্ট থেকেছি। ইতোমধ্যে প্রভূত উন্নতি হয়েছে। বিমানের সার্ভিসের মান উন্নয়ন করা হবে। বিমানের আস্থার সংকট কোথায় সেটা খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করেছি। ইতোমধ্যে অনেকটা সফলতা এসেছে।'

এরইমধ্যে বিমানের বহরে দুটি ড্রিম লাইনার যুক্তি হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, 'আরও একটি ড্রিম লাইনার এই জুন মাসে যুক্ত হবে। কানাডা থেকে আরও তিনটি বিমান আসছে। এসব বিমান যুক্ত হলে ফ্লাইট লেট হওয়ার প্রবণতা থেকে মুক্ত পাব।'

এ সম্পর্কিত আরও খবর