করোনা: সব জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 02:49:08

করোনাভাইরাস এখন সারা বিশ্বে এক আতঙ্কের নাম। এই ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন দেশ নিয়েছে নানা পদক্ষেপ। বাংলাদেশেও এর বিস্তার ঠেকাতে জনগণকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। এরই প্রেক্ষিতে করোনা প্রতিরোধে জেলা পর্যায়ের কার্যক্রম জানতে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হবে এই ভিডিও কনফারেন্স।

করোনাভাইরাস প্রতিরোধে জেলাগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে জানতে চাইতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়া সরকারের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন তিনি। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর