রংপুরে বাস চাপায় আছমা বেগম নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাতে নগরীর আরকে রোডে নালন্দা স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের এসআই ওবায়দুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত সাড়ে দশটার দিকে নগরীর আরকে রোডে একটি যাত্রীবাহী বাস বৃদ্ধা আছমা বেগমকে (৫০) চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত আছমা বেগম স্থানীয় বিনোদপুর রেলগেট এলাকার মৃত. বদিউজ্জামানের স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলেও জানান এসআই ওবায়দুল হক।
এদিকে দুর্ঘটনার পর রাস্তা ফাঁকা থাকায় দ্রুতগতিতে বাসটি চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।