করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে আগামী বুধবার (২৬ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্যান্টিন, মিডিয়া সেন্টার, গেমস রুম ও বাগানের সব সেবা কার্যক্রম বন্ধ থাকবে। তবে ডিআরইউর চলমান অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। ডিআরইউর অফিসও স্বল্প পরিসরে (দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) খোলা থাকবে।
মঙ্গলবার (২৪ মার্চ) ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সময়ের মধ্যে ডিআরইউর সব সদস্য, কর্মচারী, কর্মকর্তাকে ইউনিটি চত্বরে আসা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় যথাসময়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
করোনাভাইরাসে ডিআরইউ সদস্য বা সদস্য পরিবারের কেউ আক্রান্ত হলে সমন্বয় কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান সভাপতি।