করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় একথা জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ-এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না।
এর আগে সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সরকারি ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ নয়, সীমিত থাকবে বলে জানান। এর একদিনের মাথায় ওবায়দুল কাদের সারাদেশে গণপরিবহন বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।