করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসনিক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, এর আগে তিনি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন।