খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে অধ্যাপক সার্জন কৃষ্ণা রুপা মজুমদারকে মুখোশধারী তিন দুর্বৃত্ত ছুরিকাঘাত করেছে।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে এই ঘটনা ঘটে। মন্ত্রীর এক নিকটাত্মীয় বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে অধ্যাপক সার্জন কৃষ্ণা রুপা মজুমদারকে তিনজন মুখোশধারী ছুরিকাঘাত করেছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী সার্জন।
আহত রুপার বরাতে তিনি বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত ছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
জানা যায়, আহত অবস্থায় তিনি রমনার মিন্টু রোডে বাবার বাসাতেই আছেন।
জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ' আমি ব্যক্তিগতভাবে সাংবাদিকদের কাছে থেকে শুনেছি। তবে এ বিষয় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমার বিভাগের কোনো থানাতে করেননি। অভিযোগ এলে বিস্তারিত জানানো সম্ভব হবে।'