ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমিত উদ্ভূত পরিস্থিতিকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে দিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী। তবে বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নয় দোকানিকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার শেফা এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, উপজেলায় কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন পণ্য গত বৃহস্পতিবার থেকে বেশি দামে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। বিষয়টি জানার পর শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একটি চালের আড়ত ও আটটি পেঁয়াজের দোকানদারের কাছ থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রত্যেক দোকানদারকে মূল্য তালিকা সাঁটিয়ে রাখার নির্দেশও দেয়া হয়েছে।