ইভিএমে ভোট হলে করোনার ঝুঁকি বাড়বে

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 07:01:30

দেশে করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ প্রক্রিয়া চললে ঝুঁকি বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

করোনা আতঙ্কের মধ্যে শনিবার (২১ মার্চ) ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরগাট-৪ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণে কোনো ঝুঁকি কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ভোটের বিষয়ে প্রশ্নের উত্তর স্বাস্থ্য অধিদফতর দেবে কিনা, উল্টো সাংবাদিকদের প্রশ্ন করেন তিনি।

করোনা আতঙ্কের মধ্যে উপ-নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে স্বাস্থ্য অধিদফতর কিছু জানিয়েছে কিনা এমন প্রশ্নে ডা. নাসিমা সুলতানা বলেন, ‘নির্বাচনে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হলে অবশ্যই ঝুঁকি রয়েছে। ইভিএমে বার বার একই বাটনে চাপ দিয়ে ভোট দিলে সংক্রমণের ঝুঁকি অবশ্যই রয়েছে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. আলমগীর ভোটের আগে পরে হাত ধোয়ার যে পরামর্শ দিয়েছেন, তা ঝুঁকিমুক্ত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা হতেই পারে। ভোটের আগে পরে হাত ধুলে সংক্রমণ না হওয়ার সম্ভাবনাই থাকে।’

তবে এ বিষয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশে যেকোনো ধরনের গণজমায়েত বা সভা সমাবেশ না করার জন্য বলা হয়েছে। আর নির্বাচনে গণজমায়েতের মধ্যে পড়ে বলেও আইইডিসিআর জানিয়েছে।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. আলমগীর বলেছিলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপের মধ্যে জনস্বাস্থ্যের হুমকি দেখছে না নির্বাচন কমিশন। সেজন্য আগামী ২১ মার্চের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা হাত ধুয়ে ভোট দেবেন। ভোট দিয়ে আবার হাত ধোবেন।’

এ সম্পর্কিত আরও খবর