সঙ্গরোধ নিশ্চিতে সব পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 08:55:17

বিদেশ ফেরত নাগরিকদের নিজ ঘরে সঙ্গরোধ (হোম কোয়ারেন্টাইন) নিশ্চিত করতে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়নসহ সব পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার (১৮ মার্চ) রাতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. এরশাদুল হক স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়, সারাবিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এরই মধ্যে বাংলাদেশে ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং একজন রোগী মৃত্যুবরণ করেছেন। করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সারাবিশ্বে হোম কোয়ারেন্টাইন (নিজ বাড়িতে সার্বক্ষণিক অবস্থান) একমাত্র কার্যকর উপায় হিসেবে ব্যবহার হচ্ছে। বিদেশ থেকে আসা নাগরিকদের নিজ ঘরে সঙ্গরোধ অতি জরুরি। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়নসহ সব পর্যায়ে কমিটি গঠন এবং গঠিত কমিটিকে সার্বিক সহায়তা দেয়ার অনুরোধ করা হলো।

সব সিটি করপোরেশন ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা ও উপজেলার সংশ্লিষ্টদের এ চিঠি পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর