করোনার কিট তৈরির দাবি গণস্বাস্থ্য কেন্দ্রের

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-07-29 04:37:43

করোনাভাইরাস শনাক্তকরণ কিট উদ্ভাবনের দাবি করেছে চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিশেষজ্ঞ গবেষকদের একটি টিম এটি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে এবং এ কিট অনুমোদনের জন্য তারা বাংলাদেশের ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে। অনুমোদন পেলে তারা ২-৩ সপ্তাহের মধ্যে উৎপাদন শুরু করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যখন শক্তিশালী ভাইরাসে একটি দেশ আক্রান্ত হয়, তখন সেই দেশের জনগণ ও পরিবেশ খুব দ্রুত প্রভাবিত করে। এজন্য ভাইরাসটি থেকে রক্ষা পেতে ডায়াগনস্টিক ব্যবস্থার উদ্ভাবন সেই দেশের জনগণের জন্য খুব গুরুত্বপূর্ণ। গণস্বাস্থ্য আরএনএ বায়োটিক লিমিটেড কোভিড-১৯ শনাক্তে কিট তৈরি করতে যাচ্ছে। তাদের উদ্ভাবিত কিট দিয়ে রক্তের গ্রুপ পরীক্ষার মতো সহজেই করোনা শনাক্ত করা যাবে।

গণস্বাস্থ্যের এ টেস্টিং কিট পাইকারি দামে প্রতিটি ২০০ টাকায় বিক্রি করা যাবে। তবে সরকারকে নির্ধারণ করে দিতে হবে যাতে এটি ব্যবহারকারীদের পর্যায়ে ৩০০ টাকার বেশি না পড়ে।

ড. বিজন কুমার শীলের নেতৃত্বে কিট আবিষ্কারের বিশেষজ্ঞ গবেষকদের এই টিমে যারা ছিলেন, ড. নাহিদ আদনান, ড. মো. জামিরুদ্দিন এবং ড. ফিরোজ মাহমুদ।

এ সম্পর্কিত আরও খবর